রংপুর বিভাগের বৈষম্য নিরসনে আগামী ৮ মার্চ ঢাকায় জাতীয় কনভেনশন করতে যাচ্ছে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন। গতকাল সকালে রংপুর নগরীর একটি হোটেলে ‘রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র্য, শিল্পায়নে বন্ধ্যত্ব ও বাজেট বৈষম্য নিরসনে করণীয় বিষয় কমর্শালা’ অগ্রগতি ও জাতীয় কনভেনশন প্রাক-প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান সংগঠনের সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, জেলা-উপজেলাভিত্তিক, দারিদ্র্যের হারসহ বৈষম্যের সর্বদিক থেকে উত্তরবঙ্গ চ্যাম্পিয়ন। গত ৫৩ বছরের ৫৪টি বাজেটে বৈষম্যের শিকার হয়েছে উত্তরবঙ্গ। সে বৈষম্য এখন পর্যন্ত চলমান রয়েছে, যা নিরসনের জন্য রংপুর বিভাগ বৈষম্য নিরসন প্ল্যাটফরম কাজ করছে। বুদ্ধিভিত্তিক কর্মসূচির মাধ্যমে রংপুরের বৈষম্য নিরসন করা হবে।
শিল্পায়ন খাতে বাজেটে বরাদ্দ বাড়ানো, দারিদ্র্যের হার কমানোর জন্য কৃষির প্রতি বিশেষ গুরুত্বারোপ, তিস্তা বাস্তবায়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে রংপুর বিভাগের আড়াই কোটি মানুষের উন্নয়নে কাজ করতে হবে। মতবিনিময় সভায় রংপুরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।