বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। গতকাল দুপুরে টেকনাফের সাবরাংয়ের মুন্ডার ডেইলঘাট এলাকায় নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে টেকনাফের মেরিন ড্রাইভ দিয়ে আসার চেষ্টাকালে তাদের আটক করা হয়। রোহিঙ্গাদের মধ্যে ৫ নারী ১০ শিশু ও ২১ পুরুষ রয়েছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করে বলেন, সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। অতি সম্প্রতি টেকনাফ সফরকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশ গ্রহণ করবে না।
টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বলেন, মেরিন ড্রাইভের মুন্ডার ডেইলঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। এ ছাড়া বাহারছড়া ঘাট দিয়ে আরও এক রোহিঙ্গাবোঝাই বোট সাগরে ভাসছে বলে জানা গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।