বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার প্রতিদিন এমন এমন বাক্স খুলছে যা আর তারা বন্ধ করতে পারছে না। সবকিছু ছড়িয়ে ফেলছে, কিন্তু গুছিয়ে আনতে পারছে না। গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থন থাকা সত্ত্বেও সরকারের ওপর মানুষের আস্থায় চিড় ধরছে। সফল হতে চাইলে সরকারকে এজেন্ডা কমিয়ে আনতে হবে। গতকাল সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন। সাইফুল হক বলেন, সচিবালয়ে রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের মধ্যে যে অস্থিতিশীলতা চলছে তা ভালো লক্ষণ নয়। এভাবে চলতে থাকলে সরকারের স্থিতিশীলতাও ঝুঁকিতে পড়তে পারে।
রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করতে চায়, কিন্তু সহযোগিতা নিতে জানতে হবে। মনে হয় সরকারও রাজনৈতিক দলকে কিছুটা এড়িয়ে চলছে।
.দেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলসমূহের সঙ্গে সরকারের এই দূরত্ব কমিয়ে আনা দরকার। দ্রুত সংস্কারের ব্যাপারে বোঝাপড়া তৈরি করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করা দরকার। কারণ অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে চাইলে বহু ধরনের ঝুঁকি তৈরি হয়।