ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে রামজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার মাহফিল ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) এনডিএফ'র ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স (নিনস) শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। এনডিএফ, নিনস শাখার সভাপতি ডা. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিএফের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
ডা. মোহাম্মদ আফতাব রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিনসের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াসউদ্দিন আহমেদ, যুগ্ম-পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, এনডিএফ, ড্যাব নিনস শাখার সভাপতি ডা. রোস্তম আলী মধু ও সাধারণ সম্পাদক ডা. জালালুদ্দিন মুহাম্মদ রুমি প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি ডা. রোস্তম আলী মধু বলেন, 'এনডিএফের রমজানের প্রোগ্রাম বেশ ভালো হয়েছে। আমরা ড্যাব-এনডিএফ একসঙ্গেই আছি। এর মাধ্যমে আমরা ভালো কিছু অর্জন করতে সক্ষম হবো।'
সাধারণ সম্পাদক ডা. জালালুদ্দিন মুহাম্মদ রুমি বলেন, 'আমাদের ইনকাম হালাল না হলে আমাদের রোজা কবুল হবে না। আমাদের এ ব্যাপারে সচেষ্ট হতে হবে।'
প্রধান অতিথি অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, 'আমাদের মানবিক চিকিৎসক হতে হবে। শেষ বিচারের দিন আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন আমরা কীভাবে চিকিৎসা দিয়েছি? কোন অন্যায় করেছি কিনা?'
রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস শাইখ ড. আবুল কালাম আজাদ বাশার। তিনি বলেন, 'রমজানে আল্লাহ অতিশয় করুণার আধার হয়ে যান। সাওম পালন করে অনেকেই অনেক খারাপ কাজগুলো বন্ধ করতে পারেন না। এতে রমজানের পবিত্রতা অর্জিত হয় না। রমজান তাকওয়া অর্জনের মাস। তাকওয়া অর্জিত না হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব না। এজন্য আমাদের সচেষ্ট হতে হবে।'
পরে কুইজ প্রতিযোগিতায় ৫৪০ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে ২৩ জনকে পুরস্কৃত করা হয়।
বিডি প্রতিদিন/মুসা