বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছে ২৫টি ক্যাডারের সম্মিলিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
আজ রবিবার বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে কালো ব্যাজ ধারণ করে এ কর্মসূচি পালন করছেন সরকারি কর্মবর্তাদের এ সংগঠনের সদস্যরা।
সারা দেশে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে জানিয়ে পরিষদের সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “সারা দেশে আমাদের কর্মবিরতি চলছে।''
সকাল থেকে কর্মবিরতিতে গেছেন প্রাণিসম্পদ অধিদপ্তর ও কৃষি সম্পদ অধিদপ্তরের বিসিএস ক্যডারের কর্মকর্তারা।
প্রাণিসম্পদ অধিদপ্তরে কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, “বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি। সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা আমরা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থানে ছিলাম।”
আওয়ামী লীগ সরকার পতনের পর জনপ্রশাসন সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাবের বিরোধিতা, উপসচিব পদের পদোন্নতিতে কোটা পদ্ধতি বাতিল, সকল ক্যাডারের সাম্যাবস্থা নিশ্চিত করাসহ কয়েকটি দাবি নিয়ে যাত্রা করে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
বিডি প্রতিদিন/জুনাইদ