কবি সংসদ বাংলাদেশ স্থায়ী কমিটির চেয়ারম্যান কবি অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেছেন, ‘কবিতা আমাদের মননশীল মানুষ হিসেবে গড়ে উঠতে শেখায়। মানবিক উৎকর্ষের জন্য মেধার সঙ্গে দেশপ্রেম ও মনন থাকলেই কবিতা সকলের জন্য কল্যাণ বয়ে আনবে।’
শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে ‘বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে কবিতা’ স্লোগানে অনুষ্ঠিত ‘১১তম জাতীয় কবি সম্মেলন ২০২৫’ এ সভাপতির বক্তব্যে এ দাবি জানান তিনি।
অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী আরও বলেন, ‘কবিতা আমাদের মননশীল মানুষ হিসেবে গড়ে উঠতে শেখায়। মানবিক উৎকর্ষের জন্য মেধার সঙ্গে দেশপ্রেম ও মনন থাকলেই কবিতা সকলের জন্য কল্যাণ বয়ে আনবে।’
এতে আরও বক্তব্য রাখেন কবি ইমরোজ সোহেল, কবি মুস্তফা হাবিব, কবি সাংবাদিক রাজু আলীম, কবি অশোক ধর, ছড়াকার আতিক হেলাল, কবি সংসদ বাংলাদেশ’র সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক প্রমুখ।
কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি ফারুক মাহমুদ গাজী, কবি সুবর্ণা দাস, কবি রলি আক্তার, অধ্যাপক রেনু আহমেদ, কবি প্রসপারিনা, কবি বাপ্পী সাহা প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন