মিষ্টিজাতীয় খাদ্যপণ্যের ব্র্যান্ড সুইট নেশনের ৭ম শাখার উদ্বোধন করা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার কাঠেরপুল (সূত্রাপুর) এলাকায় উদ্বোধন করা করা হয়েছে নতুন শাখার। নারায়ণগঞ্জ থেকে পরিচালিত মিষ্টির ব্র্যান্ড সুইট নেশনের এই উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকায় চারটি এবং নারায়ণগঞ্জে তিনটি শাখাসহ মোট সাতটি শাখা যাত্রা শুরু করলো।
উল্লেখ্য, ২০১৮ সালে সুইট নেশনের যাত্রা শুরু হয় ডেইরি ফার্মের মাধ্যমে। সুইট নেশনের সহযোগী প্রতিষ্ঠান গ্রীন বেল ডেইরি রেঞ্চ।
বিডি প্রতিদিন/জুনাইদ