বিএনপির চলমান ৩১ দফা কর্মসূচি সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের ২০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ব্যবসায়ী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হয়েছেন এস. এম. পবিত্র আল ইবাদত এবং সাধারণ সম্পাদক মোসাম্মদ নাদিরা ইসলাম।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন- তরিকুল ইসলাম (রাজবাড়ী), এস. এস. এ্যাপোলো (নারায়নগঞ্জ), আবুল কালাম আজাদ (কুমিল্লা), লিটন (টাঙ্গাইল), মনিরুজ্জামান মনির (চাঁপাইনবাবগঞ্জ), আব্দুল হাকিম (ব্রাহ্মণবাড়িয়া), গোলাম হোসেন (যশোর), নুরু উদ্দিন নুরু (চট্টগ্রাম), খোকন (সিলেট), পাবনা জেলা কমিটির সভাপতি আগা মঞ্জুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল আলম লিটন, সিলেট জেলা সভাপতি সোয়েব আহমদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল এবং সিলেট মহানগর সভাপতি শামীম আহম্মদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূইয়া, শেরপুর জেলা সভাপতি লুৎফর রহমান সোহাগ তালুকদার ও সাধারণ সম্পাদক বিল্লাল সরকার, সুনামগঞ্জ জেলা সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক আ. মজিদ লিটন রহমান, সুনামগঞ্জ সদর পৌরসভা সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তাজিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি উকিল উদ্দিন ভূইয়া ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, মহানগর সভাপতি আল হাজী জর্দান ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কুমিল্লা জেলা সভাপতি শহিদুল্লা ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান, গাজীপুর জেলা সভাপতি জয়নাল আবেদীন রিজভী ও সাধারণ সম্পাদক শাহ আলম, গাজীপুর মহানগর সভাপতি এলিছ ও সাধারণ সম্পাদক শাহীনুর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি বেলাল মাহমুদ বাপ্পি ও সাধারণ সম্পাদক হাবিব খাঁন, কক্সবাজার জেলা সভাপতি রিজভী খান ও সাধারণ সম্পাদক সেলিম রেজাকে দায়িত্ব দিয়ে ২০১ সদস্য বিশিষ্ট কমিটি ১৫ (পনের) কর্ম দিবসের মধ্যে করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত