নিউমার্কেট এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে আনিকা মেহেরুন্নেসা (সাহি) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আনিকা ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি জয়পুরহাট সদর উপজেলার নতুনহাট গ্রামের বাসিন্দা এবং ফিরোজ হোসেনের মেয়ে। বর্তমানে তিনি এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের ছাত্রী নিবাসে থাকতেন।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি জানান, রবিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের ছাত্রী নিবাসের কক্ষে আনিকাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
রাত পৌনে ২টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন বলেন, হোস্টেলে তিনি কয়েকজন মেয়ের সঙ্গে থাকতেন। আত্মহত্যার কারণ কি তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক