রাজধানীর গুলশানের দি ক্যাপিটাল ক্লাব লিমিটেডের নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল হোসেন। তিনি ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত হোসেন পেয়েছেন ২৫৭ ভোট।
মোহাম্মদ আবুল হোসেন ২০২৫-২০২৬ সালের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন।
শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ১০ জন পরিচালককেও নির্বাচিত করা হয়। তারা হলেন- ১. মো: সৈয়দ হাসান খান(এলএম-১৯২), ২. একেএম মাঈনুদ্দিন নূরী (মিল্কী) ( এম এল-২৯০), ৩. ড. শামশাদ চৌধুরী (সোনালী) (এলএম-৩০৯), ৪. মির মো. জাকির হোসেন মানিক (এলএম-২৭৮), ৫. ইঞ্জি: মো. কামরুজ্জামান (এলএম-৩০৫), ৬. ইঞ্জি: আবু-আল সিরাজী(এমএল-৩১৫), ৭. মোহাম্মদ মাহবুব হাসান (গুড্ডু) (এলএম-২০৮), ৮. মাকসুদা খানম (রীপা) (এলএম-৩২৫), ৯.আবদুল মান্নান -(এমএল-২১৪), ১০. মেহেদী হাসান মিঠু(এলএম -৩৭১)।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন