জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় অ্যাক্সেস টু জাস্টিস প্রকল্পের (এটুজে প্রজেক্ট-‘ডেভেলপমেন্ট অব মেডিয়েশন অ্যান্ড সিভিল লিটিগেশন প্র্যাকটিসেস ফর এনহান্সমেন্ট অব অ্যাক্সেস টু জাস্টিস প্রজেক্ট’) আওতায় আইন পেশাজীবীদের জন্য বিরোধ নিষ্পত্তি (মেডিয়েশন) প্রশিক্ষণ সফলভাবে শেষ হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট-জেএটিআই) অংশীদারিত্বে এ প্রশিক্ষণ জেএটিআইতে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত এমন বিচারক, লিগ্যাল এইড অফিসার ও আইনজীবীর মতো আইন পেশাজীবীদের জন্য ব্যবহারিক ও তাত্ত্বিক শিক্ষামূলক বিভিন্ন সেশনের আয়োজন করা হয়।
বাংলাদেশে কার্যকর বিচারব্যবস্থা নিশ্চিত করতে আইন ও বিচার বিভাগের সহযোগিতায় গত বছরের এপ্রিলে এটুজে প্রকল্প চালু করে জাইকা। এ উদ্যোগের অংশ হিসেবে গত বছরের নভেম্বরে জেএটিআই-তে আইন পেশাজীবীদের জন্য একটি প্রাথমিক বিরোধ নিষ্পত্তি প্রশিক্ষণ সফলভাবে পরিচালিত হয়।
সম্প্রতি, প্রকল্পটি আইন পেশাজীবীদের জন্য ‘অ্যাডভান্সড মেডিয়েশন ট্রেনিং’য়ের আয়োজন করে, যা বিচারক, লিগ্যাল এইড অফিসার ও আইনজীবীদের আরও দক্ষ করে তুলতে এবং বাংলাদেশের নাগরিক সমাজে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়তা করবে। অংশগ্রহণকারীদের দক্ষতা অর্জনে সহায়তা করতে এবং বাস্তবমুখী ও উপযোগী উপায়ে বিরোধ নিষ্পত্তি কৌশল ব্যবহার করার ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে এই উন্নত প্রশিক্ষণ কোর্সটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
জাপানের বিশ্বখ্যাত বিরোধ নিষ্পত্তি বিশেষজ্ঞ প্রফেসর মিয়াতাকে মাসাকো প্রধান প্রশিক্ষক হিসেবে এ প্রশিক্ষণ পরিচালনা করেন। গত নভেম্বর মাসে অনুষ্ঠিত প্রশিক্ষণে আলোচিত বিষয়বস্তুর ওপর ভিত্তি করে এই সেশনে অংশগ্রহণকারীদের জন্য মেডিয়েটর হিসেবে প্রয়োজনীয় অতিরিক্ত জ্ঞান ও কৌশল শেখানো হয়; ছদ্ম-বিরোধ নিষ্পত্তি সম্পর্কিত বক্তব্য ও অনুশীলনের মধ্য দিয়ে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সম্পর্কে বোঝাপড়া আরও গভীর করা হয়। প্রকল্পের পাইলট জেলা হিসেবে নরসিংদী ও কুমিল্লা থেকে বিচারক, লিগ্যাল এইড অফিসার, আইনজীবী ও প্রযোজ্য বিচারিক প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ৫০ জন অংশগ্রহণকারী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।
প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রফেসর মিয়াতাকে মাসাকো। এই সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।
জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে এ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সাথে জাইকার দৃঢ় অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন এবং ২০১৬ সাল থেকে বিচারিক মামলার জট কমানোর ক্ষেত্রে জাইকার ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি বিচারক, লিগ্যাল এইড অফিসার ও আইনজীবীদের জন্য বিরোধ নিষ্পত্তি (মেডিয়েশন) প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/এমআই