সাভারে বিসিক চামড়া শিল্প নগরীতে শ্রমিকদের জন্য ৫টি গ্রেডে সরকার ঘোষিত নুন্যতম মজুরি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছেন বিভিন্ন ট্যানারিতে কর্মরত শ্রমিকরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা জেলার সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর প্রধান সড়কে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেন শতাধিক ট্যানারি শ্রমিকরা। এছাড়াও দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচী পালনের ঘোষণাও দেওয়া হয়।
বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, অন্যান্য সেক্টরে নূন্যতম মজুরি ঘোষণার পরপরই তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত নূন্যতম মজুরি এখনো বাস্তবায়ন করেনি মালিকরা। বিভিন্ন বাহানায় মালিকপক্ষ শুধু কালক্ষেপণই করছে। বাধ্য হয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা।
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, গত নভেম্বরে ট্যানারি শ্রমিকদের নূন্যতম মজুরি ঘোষণা করার পর থেকে বিভিন্ন সময় মালিকপক্ষের সাথে বহুবার আমরা আলোচনা করেছি। কিন্তু কোনভাবেই মালিকপক্ষ এই নূন্যতম মজুরি বাস্তবায়ন করেনি। ফলে শ্রমিকরা এখন কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচী দিচ্ছে, আন্দোলন করছে যা চলমান। আজকের কর্মসূচীও এরই অংশ।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ জানান, বিষয়টি নিয়ে সকল পক্ষের সাথে আলোচনা অব্যাহত রয়েছে, আশা করছি দ্রুতই আমরা আলোচনার মাধ্যমে এই সংকটের একটি সুন্দর সমাধানে আসতে পারবো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ