রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বহন ও সেবনের অপরাধে ১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকা মাদকবিরোধী অভিযানে ১৮ জনকে গ্রেফতার ১৮ হয়েছে। এ সময় সময় তাদের কাছ থেকে ৫০ কেজি ২৯৮ গ্রাম গাঁজা, ১২৭টি ইয়াবা, ৩৪.৩ গ্রাম হেরোইন ও ৪টি এ্যাম্পুল উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই