সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামেও বাদ পড়া ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার থেকে নির্বাচন কমিশনের প্রশিক্ষিত কর্মীরা এই কার্যক্রম শুরু করেছেন।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী জানান, চট্টগ্রাম নগর ও ১৫ উপজেলার নতুন ও পূর্বে বাদ পড়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য ৩ হাজার ৫৪২ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তারা সোমবার থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। এই কার্যক্রমে ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এবং যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন, হালনাগাদ ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হবে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলার কার্যক্রম। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। কার্যক্রমে নতুন ও বাদ পড়াদের তথ্য সংগ্রহ এবং বিদ্যমান তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য তথ্য নেওয়া হবে। তথ্য সংগ্রহের পর ছবিসহ নিবন্ধনের পর আগামী ৫ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই