নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় নির্মিত ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ তে আগুন দেওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শাহবাগ থানায় গতকাল শনিবার দুপুরেই মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর।
খালিদ মনসুর বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।”
এর আগে শনিবার জানা যায়, ‘আনন্দ শোভাযাত্রা’ উপলক্ষে বানানো আলোচিত মোটিফ 'ফ্যাসিবাদের মুখাকৃতি' আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, ‘শান্তির পায়রা’মোটিফের একাংশেও আগুন লেগেছে।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার আনুমানিক ভোর ৪টা থেকে ৫টার মাঝে মোটিফ দু’টোতে আগুন ধরানো হয় বলে ধারণা করছেন তারা।
আগামীকাল ১৪ই এপ্রিল, বাংলা বর্ষের প্রথম দিন। সেদিন হবে বর্ষবরণ উৎসব।
উৎসবের আগে এভাবে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ নামে ওই মোটিফে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে সন্দেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
ফায়ার সার্ভিস জানিয়েছিল, শনিবার ভোর ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
এদিকে, চারুকলা অনুষদ শনিবারই এক বিজ্ঞপ্তিতে জানায়, আগুনের ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ