গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের জনগণের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র ব্যানারে শিক্ষকরা মানববন্ধন করেন।
এতে জাবির উপাচার্য, উপ-উপাচার্যসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশ নেয়। এর আগে, বেলা পৌনে ১১টায় ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন জাবির প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় বক্তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফাঁসির দাবিও জানান।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলামের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বিখ্যাত মানবাধিকারকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি মুসলমান বা অন্য ধর্মাবলম্বীদের রক্ত আপনাদের স্পর্শ না করে, তবে আপনারা সত্যিকারের অধিকারকর্মী নন। আপনাদের ‘মানবাধিকার’ আসলে পুঁজিবাদ ও ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল। আজ গাজায় যে গণহত্যা চলছে, তা কোনো রাজনীতি বা অর্থনীতিই সমর্থন করে না। যে ‘গণতন্ত্রের’ বুলি দিয়ে আপনারা শিশু হত্যা করছেন, তা আদতে মানবতার বিরুদ্ধে যায়। মানুষ হন, তারপর পৃথিবী শাসন করুন। অতি দ্রুত গাজায় ও রাফায় হামলা বন্ধ করুন।
মানববন্ধনে সমাপনী বক্তব্য দেন জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সোহেল রানা। এ ছাড়া মানববন্ধনে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক মাসুদা পারভীন প্রমুখ।
এদিকে, পৃথক এক মানববন্ধনে জাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, যারা আমাদের মুসলমান ভাইবোনদের ওপর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, তাদের অবশ্যই আন্তর্জাতিক আইনে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি অবিলম্বে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা কর্তৃক আন্তর্জাতিক আইনের মাধ্যমে গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্রকে অবৈধ ঘোষণা করতে হবে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল গাজাবাসী এবং ফিলিস্তিনিদের ইসরায়েলের গণহত্যা থেকে রক্ষার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
বিডি প্রতিদিন/এমআই