► চিত্র প্রদর্শনীতে আপনার আঁকা ছবি দেখলাম শুধু আপনার ছবিগুলোরই প্রশংসা করতে পারি।
শিল্পী : কেন অন্যদের আঁকা ছবিগুলো কি একেবারেই ভালো হয়নি।
দর্শক : না, ঠিক তা নয়। আসলে অন্যদের আঁকা ছবিগুলোর সামনে এত ভিড় ছিল যে ওগুলো আমি দেখতে পাইনি।
► শিক্ষক : সফিক এবারো কিন্তু ক্লাসে ফার্স্ট হওয়া চাই।
সফিক : দোয়া করবেন স্যার। আরেকটা কথা, প্রশ্নপত্র বাবার প্রেসেই দিচ্ছেন তো স্যার এবারও?
শিক্ষক : সে কি! তোমার বাবা তোমাকে প্রশ্নপত্র দেখান নাকি?
সফিক : না, না স্যার, তবে বাবার চোখের সমস্যার কারণে প্রুফটা দেখে দিই কি না!
► মালাকে চিঠি লিখেছে জনি। ‘প্রিয় মালা, আমাকে যদি তুমি ভালোবেসে থাক, তাহলে চিঠিটা পড়। আর যদি ভালো না বাস, তাহলে আমাকে চিঠি লিখে জানাও যে তুমি চিঠিটা পড়নি!’
► স্ত্রী : ব্যবসা করতে করতে তুমি একদম বদলে গেছ। সারা দিন শুধু টাকার হিসাব। টাকাপয়সা বাদ দিয়ে আমার চোখে চোখ রেখে আগের মতো একটা প্রেমময় কথা বল না প্রিয়তম।
স্বামী : তোমার হাসিটার দাম কম করে হলেও ১ লাখ টাকা।