মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আরেকটি বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড কাই হাভার্টজ। এই জার্মান তারকার অস্ত্রোপচার লাগবে এবং বাকি মৌসুমে আর খেলতে পারবেন না তিনি।
দুবাইয়ে গত সপ্তাহে দলের অনুশীলন ক্যাম্পে ওই চোট পান হাভার্টজ। ‘দা অ্যাথলেটিক’ প্রথমে তার হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার খবর দেয়। বৃহস্পতিবার ৯১৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র খবরে বলা হয়, বাকি মৌসুমে পাওয়া যাবে না হাভার্টজকে।
পরে আর্সেনাল এক বিবৃতিতে নিশ্চিত করে দেয় বিষয়টি। বিবৃতিতে বলা হয়েছে, কয়েক দিনের মধ্যে ২৫ বছর বয়সী এই ফুটবলারের অস্ত্রোপচার করানো হবে এবং এরপর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে, যা আগামী মৌসুমের প্রাক-মৌসুম পর্যন্ত স্থায়ী হতে পারে।
চোটে বাইরে আছেন আর্সেনালের আরও তিন ফরোয়ার্ড- গাব্রিয়েল জেসুস (এসিএল), বুকায়ো সাকা (হ্যামস্ট্রিং) ও গাব্রিয়েল মার্তিনেল্লি (হ্যামস্ট্রিং)। গত ডিসেম্বরে সাকার অস্ত্রোপচার করানো হয়। দুবাইয়ের ক্যাম্পে হালকা অনুশীলনে ফিরলেও, মার্চ মাস পর্যন্ত তিনি খেলতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহে লিগ কাপের সেমি-ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হারের ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন মার্তিনেল্লি। এক মাসের বেশি সময় বাইরে থাকতে হতে পারে এই ব্রাজিলিয়ানকে।
হাভার্টজ এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের হয়ে খেলেছেন ৩৪ ম্যাচ। ১৫ গোল করে দলের সর্বোচ্চ স্কোরার তিনি। এছাড়া অ্যাসিস্ট করেছেন ৫টি। প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ