দুয়ারে কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দিন সাতেক পরেই শিরোপার লড়াইয়ে নামবে সেরা আট দল। দীর্ঘ দিন ধরে আইসিসির ইভেন্টগুলোতে খেলে আসলেও কোনো শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। অবশ্য আইসিসির টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন অনেকটাই বিলাসিতা। তবে, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই বাংলাদেশ খেলতে যাচ্ছে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিশ্ব আসরে অংশ নেওয়ার আগে দেশে হওয়া শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানান তিনি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত কোনো আইসিসি ইভেন্টে এটিই টাইগারদের সেরা অর্জন। এবার সেমিফাইনাল নয়, ফাইনাল জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ। এমনটাই জানালেন শান্ত। সংবাদ সম্মেলনে শান্ত বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।
তবে এজন্য কোনো বাড়তি চাপ অনুভব করছেন না শান্ত। তিনি বলেন, আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। আট দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের দলের ওই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।
অধিনায়ক বলেন, আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সাথে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, হট ফেবারিট ভারত ও শক্তিশালী নিউজিল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে টাইগাররা।
বিডি প্রতিদিন/কেএ