টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটারদের মানসিকতা নিয়ে কোচ গৌতম গম্ভীর বলেন, ‘আমরা চেষ্টা করতে চাই যাতে নিয়মিত ২৫০-২৬০ রান করতে পারি। এটা চেষ্টা করতে গিয়ে এমন অনেক সময় হবে যেখানে আমরা ১২০-১৩০ তে আউট হব। এটিই টি-টোয়েন্টি ক্রিকেট। যতক্ষণ না আপনি উচ্চ-ঝুঁকির ক্রিকেট খেলবেন, ততক্ষণ আপনি বড় পুরস্কারগুলিও পাবেন না।
এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতে ৯ উইকেটে ২৪৭ রানের শক্ত পুঁজি দাঁড় করিয়েছে ভারত। খেলেছে আগ্রাসী ক্রিকেট। অভিষেক শর্মা ৫৪ বলে ১৩ ছক্কা ও ৭ চারে একাই করেছেন ১৩৫ রান। যা ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
এমন দাপুটে ক্রিকেট খেলার নেপথ্যে যে আছেন দলটির কোচ গৌতম গম্ভীর; সেটা স্পষ্ট কোচের কথায়। ম্যাচ শেষে গম্ভীর জানিয়েছেন, নিয়মিত ২৫০-২৬০ রান করতে চায় তার দল।
ভারতের ২৪৭ রান তাড়া করতে নেমে মাত্র ১০.৩ ওভারে ৯৭ রান করে অলআউট ইংল্যান্ড। ম্যাচ হেরেছে রেকর্ড ১৫০ রানে। তবে এখানেও একটা বিষয় পরিষ্কার; উইকেট ধরে রেখে ম্যাচ শেষ করে আসায় কোনো মূল্য নেই। হারের ব্যবধান কমিয়ে লাভ নেই। কাজেই আগ্রাসী ক্রিকেট খেল; এতে অন্তত জয়ের সম্ভাবনা বাড়বে।
গম্ভীর বলেন, ‘এ ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট আমরা খেলতে চাই। যেখানে হারের কোনো ভয় থাকবে না।’
গম্ভীর বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ ও সাফল্যের আশায় ক্রিকেট খেলতে চাই। এবং এই ছেলেরা সেই আদর্শ ও নীতি বেশ ভালভাবে গ্রহণ করেছে। আমি মনে করি এই টি-টোয়েন্টি দলের আদর্শ নিঃস্বার্থ এবং নির্ভীকতার উপর ভিত্তি করে। শেষ ছয় মাস, এই ছেলেরা এটা দিনের পর দিন রপ্ত করেছে।’
সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/বাজিত