এবারের বিপিএলে দারুণ সময় কাটাচ্ছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত আসরের ৮ টি ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে তারা। দলটির এমন ধারাবাহিকতার পেছনে বড় অবদান আছে প্রধান কোচ মিকি আর্থারের। ক্রিকেটারদের যখন যেভাবে সাহায্য করা প্রয়োজন সেই ভূমিকায়ই থাকার চেষ্টা করেন তিনি।
আজ বুধবার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আর্থার বলেন, 'খেলোয়াড়রা অসাধারণ পারফর্ম করছে, দুর্দান্ত খেলছে। কোনো দল বা ফ্র্যাঞ্চাইজি যখন ঠিক পথে থাকে তখনই এমন হয়। আমরা খুবই খুশি। তবে সন্তুষ্টি নিয়ে বসে থাকলে হবে না। কোয়ালিফাই করে ফেললেও আমাদের এখনো ভালো খেলতে হবে। সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসতে যাচ্ছে, প্লে-অফ পর্বে।'
বিপিএলকে আরো আকর্ষণীয় করে তুলতে রংপুরের মতো ফ্র্যাঞ্চাইজি আরো প্রয়োজন বলে মনে করেন আর্থার। তিনি বলেন, 'বিপিএল খুব ভালো একটি প্রতিযোগিতা। এমন প্রতিযোগিতার জন্য এমন দলই দরকার। আমরা খুব ভালো ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজি হিসেবে সব কাজ ঠিকঠাকভাবে করছে। রংপুরের মতো ফ্র্যাঞ্চাইজি আরো হলে টুর্নামেন্ট আরো ভালো হয়ে উঠবে। রংপুরের সবাই খুব পেশাদার। ফ্র্যাঞ্চাইজি সবার দেখাশোনা করে। আমরা খুব খুশি।'
কোচ হিসেবে ক্রিকেটারদের সঙ্গে কেমন ভূমিকা থাকে আর্থারের, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'খেলোয়াড়দের বলেছি, আমিই হেডমাস্টার, বেস্ট ফ্রেন্ড এবং বাবা। তাই যখন কঠোর হওয়া দরকার আমি কঠোর হবো। যখন ভালোবাসা প্রয়োজন, ভালোবাসা দিব।'
বিডি প্রতিদিন/মুসা