আজ মাঠে গড়াচ্ছে বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। সবাই যখন মাঠে নামতে প্রস্তুত শেষ মুহূর্তে দল পেয়ে গেলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। দল বদলের সময় কেউ তাকে টানেনি। তিনি যে পারিশ্রমিক ডিমান্ড করছেন তা কোনো ক্লাবই দিতে আগ্রহী নন। সে ক্ষেত্রে তার লিগ খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত দল খুঁজে পেয়েছেন লিটন। আজই উদ্বোধনী দিনে মাঠে নামবেন তিনি। গুলশান ক্রিকেট দলের হয়ে খেলবেন লিটন। গুলশান আজ বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে লড়বে।
তামিম ইকবাল এবার মোহামেডানকে নেতৃত্ব দেবেন। অথচ তিনিই লিটনকে গুলশানে ভিড়িয়েছেন। ক্লাবটিকে আর্থিক সহযোগিতা করছেন তামিম। লিটন দল না পাওয়ায় তামিমই গুলশানে নিয়ে যান। যাক লিটন দল পেলেও কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমানের দল মেলেনি। বিষয়টি তামিম দুঃখজনক বলেছেন। মুস্তাফিজকে কেউ নিতে চাচ্ছে না তা কি ভাবা যায়!