যুব কাবাডির (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা) জাতীয় পর্বের খেলা গতকাল শুরু হয়েছে। পল্টন ময়দানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। গত ২০ জানুয়ারি শুরু হয় যুব কাবাডি প্রতিযোগিতা। দেশের ৬১ জেলায় অনুষ্ঠিত হয়েছে যুব কাবাডি। আট জোনে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৩৩৯ উপজেলা। বালক ও বালিকা মিলিয়ে অংশ নেওয়া দলের সংখ্যা ৫২৯টি। বালক বিভাগে অংশগ্রহণ করেছে ৩৩১ দল। আর বালিকা বিভাগে দলসংখ্যা ১৯৮। জেলা পর্যায়ের প্রতিযোগিতার পর জোনাল পর্বে খেলা হয়েছে। এ পর্ব থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো অংশগ্রহণ করছে জাতীয় পর্বে। ৬১টি জেলায় মোট ৭ হাজার ৪০৬ জন খেলোয়াড় অংশ নিয়েছিল। সেখান থেকে ৪৪৮ জনের সঙ্গে বিকেএসপির ১৪ জন মিলে মোট ৪৬২ জন খেলোয়াড় জাতীয় পর্বে খেলছে। বালক ও বালিকা উভয় বিভাগের দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।