শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে খেলতে নেমে বৃষ্টির বাধায় হতাশ অস্ট্রেলিয়া। কেননা লঙ্কানদের পাহাড়সম রানের টার্গেট দেওয়ার পর দ্রুত তাদের গুঁড়িয়ে দেওয়ার কথা ছিল স্টিভ স্মিথদের। কিন্তু বৃষ্টির বাধায় ভেস্তে গেছে গল টেস্টের তৃতীয় দিনের দুই সেশন। এরপরও ফলোঅনের শঙ্কায় আছে ডি সিলভারের শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৩৬ রান করে। প্রথম সেশনে যেটুকু খেলা হলো অসি বোলারদের চাপ সামলে লড়াই করেন দিনেশ চান্দিমাল। ৯১ বলে তুলে নেন ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরি। এর আগে ৬ উইকেটে ৬৫৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। যা এশিয়ার মাটিতে তাদের সর্বোচ্চ সংগ্রহ। শ্রীলঙ্কায় প্রথমবারের মতো ৬০০ রানের রেকর্ড অতিক্রম করল অসিরা। ১৯৮০ সালে পাকিস্তানের বিপক্ষে এশিয়ার মাটিতে করা সর্বোচ্চ ৬১৭ রানকেও ছাড়িয়ে গেছে স্মিথের অস্ট্রেলিয়া। উসমান খাজার ডাবল, স্মিথ ও জস ইংলিশের সেঞ্চুরিতে ৬৫৪ রানের সংগ্রহ পায় অসিরা। জবাবে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের প্রথম সেশনে আরও ২ উইকেট হারায় ধনাঞ্জয়া ডি সিলভার দল। কুশাল মেন্ডিস ১৫ ও অধিনায়ক ডি সিলভা ফেরেন ২২ রান করে। মিচেল স্টার্ক ও মেথিউ কুনেমান দুটি করে এবং নাথান লায়ন একটি উইকেট শিকার করেন। মধ্যাহ্ন বিরতির আগেই নামে বৃষ্টি। সেই বৃষ্টি ঝরেছে শেষ বিকাল পর্যন্ত। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ৫১৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। হাতে আছে ৫টি উইকেট। ফলোঅন এড়াতে তাদের করতে হবে আরও ৩১৯ রান। গলে যা খুবই কঠিন হবে লঙ্কানদের জন্য। দিনেশ চান্দিমাল সর্বোচ্চ ৬৩ ও কুশাল মেন্ডিস ১০ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন মাঠে নামবেন।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৬৫৪/৬ ডিক্লে.
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৪২ ওভারে ১৩৬/৫ (আগের দিন ৪৪/৩) (চান্দিমাল ৬৩*, কামিন্দু ১৫, ধনাঞ্জয়া ২২, মেন্ডিস ১০*; স্টার্ক ৮-১-১৩-২, কুনেমান ১৩-২-৪৮-২, লায়ন ১৫-২-৪৩-১, মার্ফি ৬-১-২৬-০)