ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে ভুল তথ্য প্রচার করছে। বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের বেসামরিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মাত্র ১.০৭ শতাংশ সহায়তা দিয়েছে। অর্থমূল্যে এটি ১৮ কোটি ১৭ লাখ ৪০ হাজার ডলার, যা পুরো জাতীয় বাজেটের মাত্র ০.১৮ শতাংশ।
সিএ প্রেস উইং ফ্যাক্টস নামে অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া সহায়তার পরিমাণ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর তুলনায় অনেক কম। উদাহরণস্বরূপ, জাপানের জাইকা বাংলাদেশের উন্নয়ন খাতে ৯.৫১ শতাংশ সহায়তা প্রদান করে। বিশ্বব্যাংকের সহায়তা ৮.০৮ শতাংশ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা ৮.৪৫ শতাংশ।
সিএ প্রেস উইং আরও জানিয়েছে, ভারতের কিছু সংবাদমাধ্যম বিশ্বজুড়ে মার্কিন সহায়তা বন্ধ নিয়ে ভ্রান্ত ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে যে মার্কিন সহায়তা বাংলাদেশের উন্নয়ন বাজেটে একটি খুবই ছোট অংশ।
এই পেজে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তার আপেক্ষিক আকার সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যম ভুল তথ্য দিচ্ছে। এটি শুধু বাংলাদেশ নয়, ভারতসহ অন্যান্য দেশের জন্যও প্রযোজ্য।
বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মার্কিন সহায়তার তুলনায় জাইকা, বিশ্বব্যাংক এবং এডিবি বাংলাদেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করে আসছে।
বিডিপ্রতিদিন/কবিরুল