যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়, এ ছাড়াও একটি দেশি পাইপ গান ও দেশি কুড়াল উদ্ধার করা হয়। গতকাল এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
সূত্রটি বলছে, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে শনিবার বিকাল থেকে রবিবার বিকাল পর্যন্ত ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে ৩৮৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার হয়েছে ৭৫১ জন। বিভিন্ন স্থান থেকে পাঠানো আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আরও ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুর ১টার দিকে সিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দিবাগত রাতের মধ্যে এসব অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
নাটোর : নাটোরের সিংড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ জয়কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাতে তাকে পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয় সিংড়া পৌর শহরের সরকার পাড়া মহল্লার মৃত হামিদুল ইসলামের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোছনা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ তারুয়া নিজ বাড়ি থেকে আশুগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। আশুগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তাকে আশুগঞ্জ থানার একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
যশোর : যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ সাতজনকে আটক করেছে। শনিবার ভোর ৬টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী। আটকদের মধ্যে যশোর সদর উপজেলার দুজন এবং কেশবপুর, শার্শা, ঝিকরগাছা, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলার একজন করে রয়েছেন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১২টা পর্যন্ত এদের গ্রেপ্তার করা হয়।