সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযানে ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৫৬৬ জনকে। অপারেশন ডেভিল হান্টে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ছুরি ও একটি রামদা জব্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার পুলিশ সদর দপ্তর আগের ২৪ ঘণ্টায় ৬০৭ জনকে গ্রেপ্তারের খবর জানায়। সব মিলিয়ে ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর-
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী খাদিজাকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার আটকের পর তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কিশোরী সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও ২৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে এই ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাগেরহাট : বাগেরহাটে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৯ নেতা-কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। রাতভর কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মৌলভীবাজার : মৌলভীবাজার জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তাররা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী।
গাজীপুর : অপারেশন ডেভিল হান্টের পঞ্চম দিনে গাজীপুরে মোট ২৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আট থানায় ১৪ জন এবং গাজীপুর জেলার পাঁচ থানায় নয়জনকে আটক করেছে পুলিশ। আটকরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
যশোর : যশোরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬ পর্যন্ত যশোরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের চার উপজেলায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।