ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আসন্ন ঈদুল ফিতরের পর এ চার ক্যাম্পাসে নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সমর্থন আদায়ে বিভিন্ন কৌশলে প্রচার চালাচ্ছে ছাত্র সংগঠনগুলো। সবকিছু ঠিক থাকলে এপ্রিল-জুনে বিশ্ববিদ্যালয়গুলোতে হবে নির্বাচন। এর মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর ঢাকা, ৩৫ বছর পর রাজশাহী, ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর এবং ৩৪ বছর পর সচল হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।
ডাকসু : চলতি মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবি জানিয়েছিল বেশির ভাগ ছাত্র সংগঠন। তবে গঠনতন্ত্র সংস্কার, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, রোজাসহ নানা ব্যস্ততায় পিছিয়ে যাচ্ছে এ নির্বাচন। ঈদের পর এপ্রিলে ডাকসু নির্বাচন হতে পারে বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র। ডাকসুর গঠনতন্ত্র, ভোটার তালিকা ও আচরণবিধি সংস্কারে কার্যক্রম চলছে তিন প্রশাসনিক কমিটির। এ মাসের শেষ দশকে অর্থাৎ ২১ ফেব্রুয়ারির পর ঘোষণা করা হবে নির্বাচনি রোডম্যাপ।
রাকসু : ঈদুল ফিতরের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলতি মাসের মধ্যেই ঘোষণা করা হবে নির্বাচনের রোডম্যাপ ও তফসিল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দিয়েছিলাম আমরা রাকসু নির্বাচন আয়োজন করতে চাই। সে লক্ষ্যেই বেশ কিছু প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি ফেব্রুয়ারির মধ্যেই রোডম্যাপ, তফসিলসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করতে পারব।’
দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ও রোডম্যাপ ঘোষণার দাবি রাবি শিক্ষার্থীদের। রাকসু আন্দোলন মঞ্চের সদস্যসচিব আমান উল্লাহ্ খান বলেছেন, ‘রাকসু কার্যকর হলে ছাত্রপ্রতিনিধিরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবেন। কোনো অশুভ শক্তি শিক্ষার্থীদের জুলুম-নিপীড়ন করতে চাইলে নির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা ঢাল হিসেবে দাঁড়াতে সক্ষম হবেন।’
জাকসু : আগামী মে মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। বৃহস্পতিবার রাতে উপাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জাকসু নির্বাচন মে’র তৃতীয় সপ্তাহে (২১ মে’র মধ্যে) হবে। ইতোমধ্যে গঠিত নির্বাচন কমিশন জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ দিন আগে, অর্থাৎ এপ্রিলের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করবে।
চাকসু : ৪ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের ৫৫৭তম সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভার সিদ্ধান্ত অনুযায়ী জুনে চাকসু নির্বাচন আয়োজনে কাজ শুরু হয়েছে।