টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫৫৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গতকাল টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক রাব্বি মোরসালিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১০৫ জনের নাম উল্লেখ ও ৪৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় সাফায়েত গাজী নামে এক ব্যক্তিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গতকাল জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, রবিবার টুঙ্গিপাড়ায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির সময় পুলিশ বাধা দিলে ও একজনকে আটক করলে স্থানীয়রা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। এ সময় তারা আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় সোমবার দুপুরে ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা করেন এস আই রাব্বি মোরসালিন।