ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর পিঁয়াজের জমিতে মাটি খুঁড়ে মো. কামাল মৃধা (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাকের জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত কামাল মৃধা রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোজেরডাঙ্গী গ্রামের বিল্লাল মৃধার ছেলে। তিনি তিনটি বিয়ে করেছিলেন। তিনি এক ছেলের বাবা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে কামাল মৃধা বাড়ি থেকে চা পান করার জন্য মহিলা রোড বাজারের উদ্দেশে বের হন। কিন্তু পরে তিনি আর ফেরত না আসায় পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন খোঁজাখুঁজি শুরু করেন। তাকে না পেয়ে গত শনিবার কামালের ভাই জামাল মৃধা নগরকান্দা থানায় নিখোঁজের বিষয়ে অভিযোগ করেন। এরপর নগরকান্দা থানা পুলিশ ভোজেরডাঙ্গী গ্রামের জাহিদ খানের পুকুর পাড়ে রক্ত দেখতে পেয়ে উৎস খুঁজতে থাকে। পুকুর থেকে প্রায় ৩০০ গজ দূরে ভোজেরডাঙ্গী চকে রাজ্জাকের পিঁয়াজের জমিতে তারা নতুন মাটি দেখতে পান। সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়।
রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন শেখ বলেন, কামাল মৃধা এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি চুরি-ডাকাতি ছিনতাই বা কোনো অপরাধ কাজের সঙ্গে জড়িত বলে কোনো অভিযোগ নেই।
পুলিশ জানায়, ৩০ ডিসেম্বর রাতের যে কোনো সময় দুষ্কৃতকারীরা কামাল মৃধাকে গলা কেটে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য মাটিচাপা দিয়ে রাখে।