হুমকিধমকি দিয়ে ইরানকে সমঝোতার টেবিলে বসানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার আহ্বান জানিয়ে ইরানকে চিঠি দেওয়ার যে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার পরিপ্রেক্ষিতে এমন হুঁশিয়ারি দিলেন তিনি।
রয়টার্স জানায়, এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরানকে দুটি উপায়ে মোকাবিলা করা যেতে পারে। হয় সামরিকভাবে অথবা তাদের সঙ্গে চুক্তি করে। তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সমঝোতার টেবিলে বসতে চাচ্ছেন ট্রাম্প।
তবে ট্রাম্পের এ আহ্বানকে হুমকি হিসেবে দেখছে ইরান। ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেছেন, ওয়াশিংটনের লক্ষ্য হচ্ছে তাদের নিজস্ব প্রত্যাশা চাপিয়ে দেওয়া। এসব হুমকিপ্রবণ সরকারের আলোচনায় জোর দেওয়া সমস্যা সমাধানের কোনো পথ নয়। তাদের শুধু ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনা তোলা উচিত নয়। ইরান তাদের দাবি মেনে নেবে না। সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করেই এসব বলেছেন খামেনি। তার এই মন্তব্যের জবাবে হোয়াইট হাউসের নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস সামরিক পদক্ষেপের বিকল্পটি পুনর্ব্যক্ত করেছেন। যেমনটি ট্রাম্প বলেছেন। হিউজেস বলেছেন, আমরা আশা করি, ইরান সরকার সন্ত্রাসের চেয়ে তার জনগণ এবং সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দেবে। -রয়টার্স