বাংলাদেশের রাজনীতিতে অনিশ্চয়তা এবং উৎকণ্ঠা নিয়ে বিদায় নিল ২০২৪। নতুন বছর কেমন যাবে? এ বছর নির্বাচন হবে নাকি রাজনীতিতে নতুন করে সংকট এবং সহিংসতা দানা বেঁধে উঠবে? বাংলাদেশ আবার রক্তাক্ত হবে কি না ইত্যাদি নানা প্রশ্ন নিয়েই নতুন বছরকে স্বাগত জানাল বাংলাদেশ। বছরের শেষ দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করে। এ কর্মসূচির লক্ষ্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। হঠাৎ করেই বছরের শেষদিকে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেন ‘নাউ অর নেভার’। ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কেন এ ধরনের কর্মসূচি ঘোষণা করল?
► বিস্তারিত পৃষ্ঠা-৪