নব্বই দশক অবধি একটা সুন্দর ধারা অব্যাহত ছিল ঢাকাই চলচ্চিত্রে। কিন্তু নব্বই দশকের শেষ দিকে এসে গর্ব করার মতো এ অঙ্গনটিতে অশ্লীলতার কালো ছায়া নেমে আসে। সেই সময় ছবিতে অভিনয় করার নামে ‘ঐশ্বর্য’ প্রদর্শনের জন্য বিতর্কিত-সমালোচিত হন বেশ কিছু নায়িকা। ঐশ্বর্য মানে শরীর। ওই যুগে রগরগে দৃশ্যে অভিনয় করেন মুনমুন, ময়ূরী, পলি, সাহারা, নাসরিন, ঝুমকা, শাকিবা, রত্না, একা, নদী, সিমলা প্রমুখ। তখন অশ্লীলতার অভিযোগে অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছিল। এরপর একটা সময়ে অশ্লীলতা কমতে শুরু করে প্রশাসনিক হস্তক্ষেপে। এরপর সুস্থ একটি চলচ্চিত্র ধারা আবারও শুরু হয় ঢালিউডে। সব মিলিয়ে এক সম্ভাবনাময় দিকেই এগোচ্ছে সিনেমা। তবে এখনকার ছবিতে আইটেম গানে নায়িকাদের পারফরম্যান্স নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। যেখানে মূল ধারার নায়িকারা পারফর্ম করছেন। তবে আবেদনময়ীরূপে সে সময় গানে নায়িকারা হাজির হলেও সিনেমা-সংশ্লিষ্টদের দৃষ্টিতে সেগুলো শৈল্পিক ও দর্শকরুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কখনো গল্পের প্রয়োজনে বা কখনো সিনেমার গতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ আইটেম গানে আকর্ষণ হিসেবে হাজির হন দেশের পরিচিত নায়িকারা। এ পর্যন্ত জনপ্রিয় নায়িকাদের মধ্যে মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, পরীমণি, পূজা চেরী, বিদ্যা মিম, ববি, আঁচল, মৌসুমী, নিপুণরা আইটেম গানে হাজির হয়েছেন। পাশাপাশি একটু পরিচিত মুখ যেমন- বিপাশা কবির, কেয়া, প্রসূন আজাদ, শিরীন শিলা, অধরা খান, মিষ্টি জান্নাত, মৌ খান, তানহা মৌমাছি, আলিশা প্রধান, রাহা তানহা, সিন্ডি রোলিং, জলি, জাহারা মিতু, প্রিয়মণি, নিপা রিয়েলীদেরও পর্দায় দেখা গেছে আবেদনময়ীরূপে। অন্যদিকে তাসনিয়া ফারিণকে ‘লোকাল বয়’-এ আনারকলি গানে এবং জাকিয়া বারী মমকে ‘টাইগার’-এ ‘পাংখা’ গানে নাচতে দেখা গেছে। তবে কেউ কেউ মনে করেন, সিনেমা হলে বসে দর্শকদের সুরসুরি বিনোদন দেওয়ার জন্য অশ্লীল আইটেম গানই হয়তো এখন একমাত্র ভরসা। কারণ যেখানে গল্প বা নির্মাণ দিয়ে দর্শকদের ধরে রাখতে পারছে না বা লগ্নি উঠে আসছে না তখন আইটেম গান দিয়েই বিকল্প পথ খুঁজছেন প্রযোজক ও পরিচালকরা। আর সেই জোয়ারে গা ভাসাচ্ছেন অনেক নায়িকা। এদিকে এ সময়ে সবচেয়ে বেশি খবরের শিরোনাম হয়েছেন রুনা খান। তাঁকে প্রায়ই খোলামেলা পোশাকে ফটোশুটে অংশ নিতে দেখা যায়। সিনেমাতেও তিনি সাহসী চরিত্রে কাজ করছেন। যা নিয়ে সামাজিক মাধ্যমে চলে সমালোচনার ঝড়। যদিও এগুলো গল্প ও সময়ের প্রয়োজনে বলে মনে করছেন তিনি। সিনেমার বাইরেও অনেক জনপ্রিয় ও উঠতি নায়িকাকে দেশের বাইরে শরীর দেখিয়ে উত্তাপ বা উষ্ণতা ছড়াতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার ফেসবুক, টিকটক, লাইকি আর ইনস্টাগ্রামে। যেমন নায়িকা অধরা খান সিনেমায় কাজের চেয়ে বেশি সমালোচিত দেশের বাইরে স্বল্প বসনায় ফটোশুটে উত্তাপ ছড়িয়ে। যদিও বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধ ও কাজের খবরে মিডিয়াতে সরগরম তিনি। অন্যদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে একাধিক সিনেমায় আইটেম গানে নাচতে দেখা গেছে। এ ছাড়া সাহসী ও খোলামেলা ফটোশুটে বরাবরই ভক্তদের হৃদয়ে তুলেছেন ঝড়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকিনি লুকের একটি ব্যক্তিগত ছবি প্রকাশ করে সমালোচিত হন তিনি। সে সময় ফারিয়ার বিকিনি লুকের ছবি নায়িকা পলি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লেখেন- ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে’। সেই ছবিতে এরপরই মন্তব্য করে নায়িকা ময়ূরী লেখেন- ‘নুসরাত ফারিয়া করলে লীলাখেলা আমরা করলে অশ্লীল’। অন্যদিকে নায়িকা ইয়ামিন হক ববিকে প্রায় সময়ই টিকটকে দেখা যায় বেশ খোলামেলারূপে। আর ক্যারিয়ারে প্রথম থেকেই পরীকে প্রায় সময়ই দেখা গেছে খোলামেলা পোশাকে। কখনো খোলামেলা পোশাকে সমুদ্র স্নানেও উত্তাপ ছড়িয়েছেন সামাজিক মাধ্যমে। এদিকে উঠতি অনেক নায়িকার কাজের খবর ছাপিয়ে আলোচনায় থাকে ব্যক্তিগত অবকাশ-যাপন, বিলাসী জীবন, প্রচুর অর্থ ব্যয়ে রূপ পরিবর্তন বা প্লাস্টিক সার্জারি আর দেশের বাইরে ভিন্ন কাজে ঘুরে বেড়ানোর মুহূর্ত। নতুনদের মধ্যে প্রিয়মণি, মন্দিরা, জাহারা মিতু, সূচনা আজাদ, পিয়া বিপাশারা ইন্ডাস্ট্রিতে তেমন করে সরব না থাকলেও সামাজিক মাধ্যমে ধরা দিচ্ছেন আবেদনময়ী ভঙ্গিতে। যা নিয়ে সবার মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
শিরোনাম
- ভাতেও মিলল আর্সেনিক, এশিয়ানদের জন্য সতর্কবার্তা
- ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো ৭০০ কোটি মানবিক হৃদয়ের দায়িত্ব
- ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল
- ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল
- একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
‘ঐশ্বর্য’ দেখানো নায়িকারা
পান্থ আফজাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর