প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী এম আই মিঠু। তার কণ্ঠে ‘আসতে যদি ফিরে’ শিরোনামের একটি ভিডিও গান প্রকাশ পেতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। গানটির গীতিকার, সুরকার ও সংগীতায়োজন করেছেন তরুণ মুন্সি। আর ভিডিওতে মডেল হিসেবে থাকছেন আদর আহমেদ ও স্নিগ্ধা। গানের ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। শিল্পী এম আই মিঠু বলেন,
‘শ্রোতাদের কথা মাথায় রেখে একটি স্যাড রোমান্টিক গান করা হলো। তবে শিগগিরই আরও চারটি রোমান্টিক গান প্রকাশ করা হবে।’ গীতিকার ও সুরকার তরুণ মুন্সি বলেন, ‘গানটি না-পাওয়া ভালোবাসার অনুভূতি নিয়ে তৈরি। আশা করি, শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’ উল্লেখ্য, শিল্পী এম আই মিঠু এ পর্যন্ত দুটি একক অ্যালবামসহ প্রায় আড়াইশ গান প্রকাশ করেছেন। গত বছর তার কণ্ঠে ‘মায়া বাড়াইলা’ নামে একটি ভিডিও গান প্রকাশিত হয়, যা লিখেছিলেন রোহান রাজ, সুর ও সংগীতায়োজনও করেছিলেন তিনি।