ঈদুল ফিতর উপলক্ষে নাগরিক টেলিভিশনের পর্দায় থাকছে সাত দিনের বিশেষ লাইভ মিউজিক্যাল শো ‘বাংলা বাউল’। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন থেকে শুরু করে সাত দিন। সংগীতের এ লাইভ শোটি সম্প্রচার হবে প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত। গানের এ বিশেষ আয়োজনে অংশ নেবেন দেশের জনপ্রিয় বাউল ও ফোক শিল্পীরা। ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে দর্শকরা উপভোগ করতে পারবেন বাংলা বাউল গানের মনোমুগ্ধকর পরিবেশনা। সেই পরিপ্রেক্ষিতে প্রথম দিনে ‘বাংলা বাউল’-এ গান পরিবেশন করবেন শফি মন্ডল। তাঁর সঙ্গে রয়েছেন বন্যা তালুকদার। এ ছাড়াও দ্বিতীয় দিনে থাকছে দিপ্র ও দুর্জয়ের গান। তৃতীয় দিন বিউটি ও সাগর বাউল। চতুর্থ দিনের শোতে গান করবেন আকাশ মাহমুদ ও আয়শা জাবিন দিপা। পঞ্চম দিন খায়রুল ওয়াসি ও কানিজ খন্দকার মিতু। ষষ্ঠ দিন থাকছে সাদিয়া লিজা এবং আশিকের পরিবেশনা। আর সপ্তম অর্থাৎ শেষ দিনে গান পরিবেশনায় থাকছেন লুইপা ও পারভেজ খান।