স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিসহ ৫টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৭৩৫ কোটি ৫৮ লাখ টাকা।
মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুটি পৃথক প্রস্তাবে দুই কার্গো (চলতি পঞ্জিকা বছরের ১৭ ও ১৮তম) এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭তম এলএনজি কার্গোটি সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড’। এতে ব্যয় হবে ৫৯৩ কোটি ৭৫ লাখ টাকা।
অপর কার্গোটি (১৮তম) সরবরাহ করবে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’। এতে ব্যয় হবে ৬০৭ কোটি ৬৬ লাখ টাকা।
বৈঠকে অভ্যন্তরীণ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-১১ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য অধিদফতর এ চাল কিনবে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’ এ চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন ৪১৬ দশমিক ৪৪ ডলার দরে এতে ব্যয় হবে ২ কোটি ৮ লাখ ২২ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫৪ কোটি ৩ লাখ টাকা।
বৈঠকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর জন্য ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে থাইল্যান্ডের কোম্পানি ‘লাইফ অ্যান্ড হেলথ কোম্পানি লিমিটেড’ থেকে। তেলের উৎস নাইজেরিয়া। প্রতি লিটার তেল ১ দশমিক ২৮ ডলার দরে এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ১৮৭ কোটি ৩৯ লাখ টাকা।
অন্যদিকে, ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে অভ্যন্তরীণ উৎস থেকে স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। ঢাকার প্রতিষ্ঠান ‘শেখ এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ’ এ ডাল সরবরাহ করবে। প্রতি কেজি ৯২ টাকা ৭৫ পয়সা দরে এতে ব্যয় হবে ৯২ কোটি ৭৫ লাখ টাকা।
বিডি প্রতিদিন/আরাফাত