দেশের বাজারে ভোজ্যতেলের চাহিদার বেশিরভাগ পূরণ হয় অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিপূর্বক পরিশোধন কার্যক্রম থেকে। দেশে পরিশোধিত ও অপরিশোধিত মিলে প্রায় দেড় লাখ মেট্রিক টন রাইস ব্রান তেল উৎপাদন হয়। এর বেশিরভাগ প্রতিবেশী দেশে রফতানি হয়ে থাকে। অথচ এ তেল দিয়ে দেশের বাজারে ২৫ থেকে ৩০ শতাংশ চাহিদা মেটাতে সক্ষম।
আজ রবিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এসব তথ্য উঠে আসে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দেশে উৎপাদিত রাইস ব্রান তেল দেশের অভ্যন্তরে সরবরাহ নিশ্চিত করা গেলে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে আশা করছে এনবিআর। এজন্য ট্যারিফ কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে রফতানি নিরুৎসাহিত করতে সকল ধরনের রাইস ব্রান তেল রফতানিতে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২৫ শতাংশ হারে রেগুলেটরি শুল্ক বা নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত