পবিত্র ঈদুল ফিতর পরবর্তী মিলনমেলা উপলক্ষে ঝালকাঠি জেলার কাঠালিয়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও শনিবার বিকেলে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া চারারহাট মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতায় ৮টি ঘোড়া অংশগ্রহণ করে।
এতে আওড়াবুনিয়ার মহসিন হাওলাদারের ঘোড়া প্রথম, দোগোনা গ্রামের এনায়েত হোসেনের ঘোড়া দ্বিতীয় ও আওড়াবুনিয়া গ্রামের আলী হোসেনের ঘোড়া তৃতীয় স্থান লাভ করে। পরে আয়োজকরা বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করেন।
স্থানীয় যুবসমাজের আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে কাঠালিয়া, রাজাপুর ও বরগুনাসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন। ঘোড়দৌড় বাংলার গ্রামের এক ঐতিহ্য বহন করে। গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখায় আয়োজকদের ধন্যবাদ জানান গ্রামবাসী।
বিডি প্রতিদিন/নাজমুল