বাংলাদেশে বিলুপ্তপ্রায় শকুনের দেখা পাওয়া এখন দুর্লভ। তবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার দুপুরে এক বিরল দৃশ্যের সাক্ষী হন স্থানীয়রা। অসুস্থ হয়ে বাংলাবান্ধা বাজারের একটি গাছ থেকে মাটিতে পড়ে যায় একটি শকুন। পথচারীরা প্রথমে অবাক হলেও দ্রুত সেটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখেন এবং বনবিভাগকে খবর দেন।
স্থানীয়রা জানান, বাংলাবান্ধা বাজারে একটি শকুন বেঁধে রাখার খবর শুনে সেখানে ছুটে যান তারা। পরে লোকজনের ভিড়ে শকুনটিকে পায়ে বাঁধা অবস্থায় দেখতে পান। তারা শুনেছেন, শকুনটি আকাশ থেকে বাংলাবান্ধা বাজারের একটি বড় গাছে বসার পর অসুস্থ হয়ে মাটিতে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা বনবিভাগকে খবর দেন। পরে বনবিভাগ এসে শকুনটিকে উদ্ধার করে নিয়ে যায়।
তেঁতুলিয়া উপজেলা বিট কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, তেঁতুলিয়া বাংলাবান্ধা বাজার এলাকা থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে এবং দুর্বল থাকার কারণে তাৎক্ষণিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, পাখিটিকে সুস্থ করার চেষ্টা চলছে। সুস্থ হলে পরবর্তীতে বন্যপ্রাণী দপ্তরের সাথে আলোচনা করে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল