সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতন, খুন, ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের চারমাথা এলাকায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক আবির খান, দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয় শাখার আহ্বায়ক মো. মুহিদ মিয়া প্রমুখ।
এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিপিবির দারিয়াপুর অঞ্চল সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, ছাত্রফ্রন্ট নেতা ধনঞ্জয় কুমার নিহার।
বক্তারা বলেন, ঢাকাসহ সারা দেশে ডাকাতি, ছিনতাই, খুন, মব সন্ত্রাস অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে। এ সময়ে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে নারী আর গরির মানুষ। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণেরও দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই