ফরিদপুরের বোয়ালমারীতে ইটবোঝাই একটি অবৈধ থ্রি-হুইলার (খেক্কর) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম হামিম মোল্যা (২৫)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির-বনচাকি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় থ্রি-হুইলারে থাকা আরও দুই শ্রমিক আহত হয়েছেন। তাঁরা হলেন তারিকুল ইসলাম ও সোহেল।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মাগুরার মহম্মদপুরের একটি ইটভাটা থেকে ইট বোঝাই করে থ্রি-হুইলারটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগরের উদ্দেশ্যে যাচ্ছিল।
দ্রুতগামী থ্রি-হুইলারটি বাইখির-বনচাকি মাদ্রাসার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যান। এতে গাড়ির নিচে চাপা পড়ে চালক হামিম ঘটনাস্থলেই মারা যান।
আহত শ্রমিক তারিকুল ইসলাম জানান, "আমাকে ও সোহেলকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আমরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসেছি।"
তিনি আরও জানান, "দুর্ঘটনায় নিহত হামিমের মরদেহ আমরা সঙ্গেই বাড়িতে নিয়ে এসেছি।"
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে নিহত বা আহত কাউকে পাওয়া যায়নি। পরে হাসপাতালেও খোঁজ নেওয়া হয়, কিন্তু সেখানেও কেউ ছিল না।"
তিনি আরও বলেন, "পুলিশ পৌঁছানোর আগেই নিহত হামিমের মরদেহ স্বজনরা মহম্মদপুর উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে গেছেন বলে জানতে পেরেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে দুর্ঘটনা ও নিহত ব্যক্তির বিষয়ে অবগত করা হয়েছে।"
বিডি প্রতিদিন/আশিক