কুমিল্লার চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও পিস্তল ঠেকিয়ে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পরে স্থানীয় জনতা ধাওয়া করে ডাকাত দলের একজনকে আটক করেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দিয়াগত রাতে উপজেলার মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় প্রীতি জুয়েলার্সসহ আশেপাশের দোকানগুলোতে ক্রেতারা মাল ক্রয়ের জন্য এসেছিলেন। এসময় মসজিদে এশার নামাজ চলছিল। হঠাৎ করে পৌনে ৮টার দিকে ৫-৭ জনের ডাকাতদল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে পিস্তল ঠেকিয়ে সকলকে জিম্মি করে। এসময় তাদের স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিসমিল্লাহ টেলিকমের মোশারফ হোসেন চিৎকার করলে তাকে গুলি করে পালিয়ে যায় তারা। মোশারফকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্যবসায়ী রবিউল হোসেন মিলন বলেন, এশার নামাজের শেষ পর্যায়ে ককটেল ও গুলির আওয়াজ শুনতে পাই। পরে বের হয়ে দেখি মসজিদ মার্কেটের নিচতলার প্রীতি জুয়েলার্স নামের স্বর্ণ দোকানে ডাকাতি হয়েছে।
প্রীতি জুয়েলার্সের প্রোপাইটর রবীন্দ্র দত্ত বলেন, আমার ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। রাত পৌনে ৮টার দিকে ৫-৭ জনের একটি চক্র ককটেল বিস্ফোরণ ও পিস্তল ঠেকিয়ে সকলকে জিম্মি করে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ব্যবসায়ীরা ধাওয়া করে এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যায়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় স্থানীয়রা এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। অন্যদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ ময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে। সেখান থেকে কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ