বাংলাদেশ তাঁত বোর্ডের অধিনস্থ নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজকে বস্ত্র অধিদপ্তরের অন্তভূক্তির দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। দাবি না মানা হলে সোমবার সকাল ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ও ঘোষণা দেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানায়, দুর্নীতির আতুর ঘর "বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক পরিচালিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রতিষ্ঠার ছয় বছর পেরিয়ে গেলেও কোন প্রকার শিক্ষার পরিবেশ তৈরি না করে প্রতিষ্ঠানটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। সারা দেশে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ১০টি কলেজের ৯টিই বস্ত্র অধিদপ্তরের আওতাধীন হলেও শুধু মাত্র "নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজ" ই "বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন। যা শুরুতেই বিভিন্ন অনিয়মের মাধ্যমে চালু এবং পরিচালিত হচ্ছে। ছাত্রদের নৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে আমরা একদফা দাবিতে ১৮ আগস্ট হতে শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু কর্তৃপক্ষ নরসিংদী টেক্সটাইল ইঞ্চিনিয়ারিং কলেজকে বন্ধ করে শিক্ষার্থীদের টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরের অপচেষ্টা করছে। শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার ও দাবি পূরণ না হওয়ায় বিক্ষুব্ধ ও কঠোর থেকে কঠোরতর আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতার অযুহাতে এবং বেআইনিভাবে উক্ত কলেজ সৃষ্টিতে সম্পৃক্ত সকল দোসরদের দায় ধামাচাপা দিতে দীর্ঘ দিনের যৌক্তিক আন্দোলন অগ্রাহ্য করার ফলে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এখন থেকে আগামী ৪৮ ঘন্টার ভেতর শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে না নিলে আগামী সোমবার সকাল ১১টা থেকে অনির্দিষ্ট কালের জন্য ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। এর ফলে জনগণের ভোগান্তির সম্পূর্ণ দায় পূর্বে থেকে সম্পৃক্ত নরসিংদীর সকল সরকারি দপ্তর ও বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তার উপর বর্তাব্যে। কারণ শিক্ষার্থীরা একাধিক বার শান্তিপূর্ণ ভাবে যৌক্তিক দাবি জানিয়ে এসেছে এবং প্রতিবার তাদের আশ্বাস প্রদান করে প্রতারণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ