বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে একটি স্বচ্ছ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ গঠন করবে। রবিবার বিকালে নগরকান্দার তালমা ইউনিয়নের দক্ষিণ শাকপালদিয়া গ্রামের মাঠে তালমা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাপ আলী মুন্সী।
আওয়ামী লীগের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, একটি পরিবার বিগত ১৭ বছর যে পরিমাণ দুর্নীতি করেছে, তাতে ৫টি পদ্মাসেতু তৈরি করা যেতো। তিনি বিএনপির নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, যারা দিনে বিএনপি করে, রাতে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে, তাদের থেকে সাবধান থাকবেন। তাদেরকে পেছনে রাখবেন। প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বিএনপির ভেতরে থাকা তালমা ইউনিয়নের কিছু লোককে বেইমান হিসেবে উল্লেখ করে বলেন, আমাদের মধ্যে কিছু বেইমান আছে, যারা গুটিবাজি করে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান দেশ বিনির্মাণে ৩১ দফা দিয়েছেন। ৩১ দফায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্যের কথা উল্লেখ রয়েছে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কথা উল্লেখ রয়েছে। এতে সত্যিকার জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত সংসদ হবে। কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান তালুকদার বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল