জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষে উপজেলা ও বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শহরের একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, পর্যটন শহরে আমিরে জামায়াতের আগমন অনেক তাৎপর্যপূর্ণ। জামায়াতে ইসলামী এখন এদেশের মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালবাসার জায়গা। ৫ আগস্ট আমাদের বিজয়ের সূচনা মাত্র। চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। এজন্য আমিরে জামায়াতের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ঘরে জামায়াত আমিরের আগমনের বার্তা পৌঁছাতে হবে।
জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, জেলা নায়েবে আমির মুফতি হাবিব উল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, আবদুল্লাহ আল ফারুক, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইসলামাবাদী, দেলোয়ার হোসেন, আল-আমিন সিরাজুল ইসলাম।
প্রস্তুতি সভায় দেড় শতাধিক বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন। আগামী ৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সভায় বক্তব্য রাখবেন বলে জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ