কুমিল্লার লাকসামে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জুলাই) উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে এ লিফলেট বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেজবাহ উদ্দিন সিয়াম, তারেকুল ইসলাম, আব্দুল কাইয়ুম রিফাত, আনোয়ারুল আজিম রাহি, মিনহাজুল ইসলাম, ফাহিম খান, তামজিদ সামি, পেয়ার আহমেদ, তারেক হোসেন প্রমুখ।
জানা যায়, সকাল ১০টা থেকে বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ, আল-আমিন ইনস্টিটিউট, আল হেদায়া মাদরাসা, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ লাকসামের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দাবি ও প্রস্তাবনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা জানান, সকল শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান এবং শিক্ষার্থবৃন্দ তাদের এই কার্যক্রমেরর সাথে একাত্মতা প্রকাশ করেছেন। অবিলম্বে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রধানের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
বিডি প্রতিদিন/হিমেল