মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্মরণে শহীদ জিয়া স্মৃতি নাইট শট- পিচ ক্রিকেট টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাহেরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
এ সময় সাহেরামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক তারা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাসুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান পলাশ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবি এম মাহমুদ আলম সরদার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য হুমায়ুন কবির সিপন, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, কালকিনি উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান বেপারী, সদস্য সচিব এ্যাড. মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় উত্তর সাহেবরামপুর একাদশ বনাম রক্তাক্ত জুলাই দল খেলায় অংশগ্রহণ করে।
প্রায় একমাস ধারাবাহিক ভাবে খেলা পরিচালনা করেন আয়োজকরা। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়ে বিজয় অর্জন করে রক্তাক্ত জুলাই দল। শেষে অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন