"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল" এ শ্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদদের স্মরণে কংশপুরা প্রিমিয়ার লীগ Gen-z স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ সিজন-৩ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারী) বিকাল ৪টার দিকে কংশপুরা ফুটবল ক্লাব, প্রবাসী ভাই ও বন্ধুমহল এর আয়োজনে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা খেলার মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো: খলিলুর রহমান মাহমুদ (খলিল)।
এ ফুটবল টুর্ণামেন্টে ১০ টি দল অংশ গ্রহণ করেন। রেফারীর দ্বায়িত্ব পালন করেন ঢাকা জেলার কেরানীগঞ্জের সানজিত।
উদ্বোধনী ৪০ মিনিটের খেলায় অংশগ্রহণ করেন কংশপুরা রুল ব্রাকারস বনাম কংশপুরা Gen-z জেনারেশন। খেলা ১-০ শূন্য গোলে রুল ব্রাকারস কংশপুরা Gen-z জেনারেশনকে পরাজিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মজিবর মাদবর, ইউপি সদস্য শরীফ মাহমুদ, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী টিটু, আমন্ত্রিত অতিথি ফজর আলী খান, কংশপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কংশপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভার-প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সুমন মিয়া৷ টুর্নামেন্ট পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা মেহেরাজ মাহমুদ সাগর, মুন্সিগঞ্জ জেলা কোকো রহমান স্মৃতি ছাত্র সংসদের সহ-সভাপতি নাজমুল ইসলাম, টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় আলিম বাদশা, ওমর ফারুক, সাইফুল ইসলাম, রুবেল চোকদার, সাগর মাদবর, সাদ্দাম হোসেন, ইমন মাদবর, রহমত উল্লাহ, তরিকুল ইসলাম, শরীফ মাহমুদ, লিটন মাহমুদ মিখন মাহমুদ এবং প্রবাসী ভাই ও বন্ধু মহল৷
বিডি প্রতিদিন/আশিক