বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সিগঞ্জ পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ জেলা অফিসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সিগঞ্জ পৌরসভার সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলা সভাপতি খিদির আব্দুস ছালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ পৌরসভার সেক্রেটারি মো. উজ্জ্বল হোসেন শেখ, সদর উপজেলার কর্মপরিষদ সদস্য মো মমিন বিশ্বাস, মোঃ আলী আহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন