রংপুর সদর উপজেলার সদ্যপুস্কনি ইউনিডনের জানকি ধাপেরহাট মাদ্রাসা পাঢ়া এলাকায় একটি পুকুর থেকে শাওন (১৭) নামে এক অটো চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বিকেলে শাওনের লাশ শনাক্ত করেছেন নানা নুরুল আমীন ও চাচা শাহাবুল ইসলাম। তারা জানান রবিবার বিকেলে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিলনা শাওনকে। শাওন মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকার সাবুল ইসলামের ছেলে। পঙ্গু বাবার সংসারের হাল ধরতে অটো রিকশার চালাতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় তারা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সদর থানার ওসি অলিভ মাহমুদ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তাান্তর করা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/জামশেদ